নগর উন্নয়নে ফিটনেসবিহীন গণপরিবহনের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বাস্তবায়িত হবেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রয়োজনে মালিকদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে।
রাজধানীর বুয়েটে আজ সোমবার নগর পরিকল্পনা সপ্তাহের অনুষ্ঠানে দেওয়া এক বক্তব্যে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, একটা স্মার্ট সিটি গড়তে একটি প্ল্যানিং করে আগাতে হয়, কিন্তু সরকার থেকে এ বিষয়ে কোনো প্ল্যান করা হয়নি। ঢাকা সিটি নিয়ে প্ল্যান করে কোনো লাভ নেই। তিনি বলেন, ৫৩ বছর শহরগুলোর সিভিল সিস্টেম আমরা ঠিক করতে পারিনি।
উপদেষ্টা বলেন, সরকারি অফিস প্রোজেক্ট ছাড়া কাজ করতে চায় না। সব কাজ প্রোজেক্ট না করে, রুটিং অ্যাক্টিভিটিস করলেই অনেক সমস্যা সমাধান হয়ে যায়।
গত ২৪ অক্টোবর এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ২০-২৫ বছরের পুরোনো ও ফিটনেসবিহীন বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ প্রভৃতি মোটরযান আগামী ছয় মাসের মধ্যে রাস্তা থেকে অপসারণ করতে হবে। এই অনুষ্ঠানে সৈয়দা রিজওয়ানা হাসানও উপস্থিত ছিলেন।