প্রেস ক্লাবের সামনে থেকে সমাবেশ শেষ করে শহীদ মিনারের উদ্দেশে রওনা করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা।
রবিবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন। চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সেকশন, হাজারীবাগ, কামরাঙ্গীরচর এলাকা থেকে এসেছেন। চট্টগ্রাম রোড এলাকা থেকেও আরও রিকশাচালক আসছেন।
সমাবেশে রিকশা, ভ্যান, ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লাহ ক্বাফি রতন বলেন, আইন বাতিল করা না হলে আমরা রাজপথ ছাড়ছি না। ছাত্রদের গণঅভ্যুত্থানের সঙ্গে ছিলাম। তাই আমরা বলছি, দ্বিতীয় গণঅভ্যুত্থান সৃষ্টির পরিবেশ তৈরি করবেন না।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রতন বলেন, একজন বিচারপতির মৃত্যুর কারণে আজ রায় হবে না। আমাদের তারা বলেছেন আগামীকাল এই ব্যাপারে সিদ্ধান্ত হবে। ডিএমপি থেকে বলা হয়েছে কোন রাস্তায় কীভাবে চলা যাবে তা জানাবে। চালকদের আমরা এটাও বলতে চাই, নিয়ম মেনে রিকশা চালাতে হবে। লেন মেনে চালাতে হবে। সুশৃঙ্খলভাবে নিয়ম মেনে গাড়ি (রিকশা) চালাতে হবে।