দীর্ঘ ১৭ বছর পর দলীয় রাজনৈতিক কার্যালয়ে বসেছে ওসমানীনগর উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকালে উপজেলার গোয়ালাবাজারে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম.ইলিয়াস আলীর সহধর্মীনী তাহসিনা রুশদীর লুনা।
দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের সময়ে আমরা এই গোয়ালাবাজারে সভায় এসেছিলাম। সভায় পরিকল্পিত ভাবে আমাদের উপর হামলা করানো হয়। প্রচারপত্র বিতরণে আসলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের সাথে তৎকালীন থানার ওসি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে এবং আমার গাড়িতে হামলা করে গাড়ি ভাংচুর করা হয়। পরে তারাই আমাদের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেছিলো। আজ তারা কোথায়?’
তিনি আরো বলেন, ‘এক মাঘে শীত যায় না। এটা সবারই মনে রাখতে হবে। গনঅভ্যুথানের পর তিন মাস অতিবাহিত হয়েছে। কিন্তু এখনো আওয়ামী লীগ, ছাত্রলীগকে যারা মদদ দিচ্ছেন এবং আমাদের দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই। নয়তো দলীয় নেতৃবৃন্দরাই দাঁত ভাঙা জবাব দিবে। দেখছি একটি মহলের সামনে এসে কথা বলার সাহস নাই, কিন্তু ফেসবুকের মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমাদের দলকে ব্যবহার করে যদি কেই অপকর্ম, চাঁধাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড করে থাকে তাহলে আইনের মাধ্যমে তাদেরও বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে।’
উপজেলা বিএনপির সভাপতি এস.টিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাবেক আহবায়ক চেরাগ আলী, বর্তমান সহ-সভাপতি আব্দুল হেকিম, সৈয়দ কওছর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ।
উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কয়েছ আহমদ চৌধুরী, শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, আব্দুল জমির, দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, সহ-দপ্তর সম্পাদক শফি আহমদ চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি ফজল আহমদ জনি, তাজপুর ইউপি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস শহিদ, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মন্নান বক্স, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সুহেল, যুগ্ম সাধারন সম্পাদক লোকমান আহমদ, জুয়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফঠিক মিয়া। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আহ বাবুল ইসলাম আহবাব, আকিক আহমদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক লয়লুছ মিয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি নিজাম উদ্দিন, কওছর মিয়া, ইসমাইল আলী, সুবের আহমদ, সেলিম আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুবের আহমদ, যুগ্ম আহবাক আল-মাছুম আবির, ফোজায়েল আহমদ, ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি মিঠু আহমদ পাবেল, সাধারণ সম্পাদক সুহেব খাঁন, তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনাইদ হোসেন, সদস্য সচিব ইলিয়াস আলী প্রমুখ।
প্রতিনিধি