বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রাজধানীর তিতুমীর কলেজ শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনায় যেকোনও বিশৃঙ্খলা ঠেকাতে সংশ্লিষ্ট কলেজসহ মহাখালী এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে রেলগেট, আমতলীসহ আশপাশের বিভিন্ন জায়গায় এমন চিত্র চোখে পড়েছে।
সকাল থেকে মহাখালী এলাকা ঘুরে দেখা গেছে, সার্বিক পরিস্থিতির নিরাপত্তায় পুলিশ সদস্যরা কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছেন।
এ প্রসঙ্গে ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিশৃঙ্খলা ঠেকাতে কলেজের আশপাশে একাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা চাই না, তাদের এই দাবির আন্দোলনকে ঘিরে কোনোধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হোক। পুরো মহাখালী এলাকায় আমরা নিরাপত্তা বাড়িয়েছি। আমাদের কাছে যে নির্দেশনা আছে সেভাবেই কাজ করবো।
এর আগে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকাল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে। কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা আবারও কলেজের সামনের সড়কে বসে পড়ে। রাতেই সবধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। একইসঙ্গে আজ বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মহাখালী অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
তিতুমীর কলেজ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিন দফা দাবিগুলো হলো —
১. ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে ৭ কলেজ থেকে তিতুমীর কলেজকে পৃথক (আলাদা) করতে হবে।
২. তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে কমিশন গঠন করতে হবে।
৩. তিতুমীরকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করতে হবে