Home » ‘পুষ্পা টু’র ট্রেলার লঞ্চে বিপত্তি, পুলিশের লাঠিচার্জ

‘পুষ্পা টু’র ট্রেলার লঞ্চে বিপত্তি, পুলিশের লাঠিচার্জ

দক্ষিণী ইন্ডাস্ট্রির আলোচিত সিনেমা ‘পুষ্পা’। সুকুমার নির্মিত সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানা। ২০২১ সালে মুক্তির পরই বক্স-অফিসে রীতিমতো ঝড় তোলে সিনেমাটি। তারপর থেকে এর সিক্যুয়েলের জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন সিনেমাপ্রেমীরা।
অবশেষে ‘পুষ্পা টু’ নির্মাণ করেছেন সুকুমার। এই সিনেমায়ও দেখা যাবে আল্লু অর্জুন-রাশমিকাকে। দীর্ঘ প্রতীক্ষার পর গত ১৭ নভেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার। কিন্তু সেই অনুষ্ঠানেই বাঁধল বিপত্তি। পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে, লাঠিচার্জও করতে হয় পুলিশকে।

মূলত, ট্রেলার লঞ্চ উপলক্ষে বিহারে হাজির হয়েছিলেন আল্লু অর্জুন-রাশমিকা। প্রিয় তারকাদের একনজর দেখতে সকাল থেকে গান্ধী ময়দান চত্বরে ভিড় জমান ভক্তরা। যদিও সেখানে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটসাঁট।

তবুও আল্লু অর্জুনকে একবার কাছ থেকে দেখার উত্তেজনা যেন ধরে রাখতে পারেনি জনতা। যার ফলে একসময় ব্যারিকেড ভেঙে অভিনেতাকে এক পলক দেখার জন্য সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়েন দর্শকরা। আর তখনই লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ।

অনুষ্ঠানের শুরুর দিকে ততটা ভিড় না থাকলেও ধীরে ধীরে শুরু হয় মানুষের কোলাহল। একসময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার উপক্রম হয়ে দাঁড়ায়। এ সময় বাধা দিতে চাইলে হঠাৎ করেই ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। ছুড়তে থাকে জুতা। পরে সেখান থেকে দ্রুত বেড়িয়ে যান আল্লু অর্জুন-রাশমিকা।

প্রসঙ্গত, মোট পাঁচটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা টু: দ্য রুল’। দুই বছরের বেশি সময় ধরে শুটিং হয়েছে সিনেমাটির। বিভিন্ন ভাষার জন্য বিভিন্ন ধরনের প্রচার পরিকল্পনা করেছে ‘পুষ্পা টু’ টিম।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *