বিশ্ববিদ্যালয়ের দাবিতে মহাখালী রেলগেটে ট্রেন লাইন অবরুদ্ধ করে বিক্ষোভ করছে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের। সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে তারা এই বিক্ষোভ শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেট অবরোধ করে বিক্ষোভ করার ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি থামে যায়। অবরোধ উপেক্ষা করে এগিয়ে গেলে শিক্ষার্থীরা ট্রেনকে লক্ষ্য করে পাথর ছুড়তে থাকে। এ সময় বেশ কয়েজন যাত্রীরা আগত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে সামাজিক মাধ্যমে আহত হওয়া যাত্রীদের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘মহাখালী এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে করে অপ্রীতিকর কোনও ঘটনার সৃষ্টি না হয়। আমরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছি, তাদের অনুরোধ করা হচ্ছে। যাতে করে তারা রেললাইন ও সড়ক থেকে সরে যান।