জৈন্তাপুরে চিরনিদ্রায় শায়িত হলেন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কৃষি ব্যাংক কর্মকর্তা সাদিকুর রহমান । বৃহস্পতিবার (১৪ নভেম্বর ) বাদ আসর বেলা সাড়ে ৪টায় চিকনাগুল শাহী ঈদগাহ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে শেষ শ্রদ্ধা ভালোবাসায় জানাজা সম্পন্ন হয়। পরে নিজ বাড়ির পাশে মসজিদ সংলগ্ন কবরস্থানে বড়ভাইয়ের পাশে দাফন কাজ সম্পন্ন করা হয় জানাজার নামাজের পূর্বে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন,জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, কামাল আহমদ, চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া, আমিনুর রশিদ, মাওলানা মুহিবুর রহমান, হাফেজ আব্দুল মুছাব্বির ফরিদ,মছদ্দর আলী।
নেতৃবৃন্দ নিহতের রুহের মাফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পরিবারে পক্ষে সবার নিকট দোয়া চেয়ে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই অলিউডর রহমান। এছাড়াও জানাজায় নিহতের সহকর্মী, সহপাঠী, সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য: বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বাংলাদেশ কৃষি ব্যাংক কানাইঘাট চতুবাজার কর্মস্থল থেকে কাজ শেষ বাড়ি ফেরার পথে তামাবিল জাফলং মহাসড়ক
সিলেট গ্যাস ফিল্ড ১০ নং কুপ বাঘের সড়ক এলাকায় দ্রুতগামী গেটলক সিটিং সার্ভিস বাস গাড়ি সাদিকুর রহমানের মোটরসাইকেল কে চাপা দিলে ঘটনা স্থলে সাদিক মারা জান। তার সঙ্গে থাকা অপর সহকর্মী মাসুম গুরুত্ব আহত হন। বর্তমানে মাসুম ওসমানী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তার অবস্থা ও আশঙ্কাজন।এ ঘটনায় বাস ড্রাইভার ও শ্রমিক নেতা রিয়াজ উদ্দিন কে গ্রেপ্তারের দাবি জানিয়ে স্থানীয় জনতা হরিপুর বাজার, শুক্রবারী বাজার জৈন্তিয়া গেইট এলাকায় রাস্তা অবরোধ করে রাখেন পরে থানা পুলিশের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন।
প্রতিনিধি