Home » বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

বিশ্বকাপ বাছাইয়ের আগে আর্জেন্টিনা দলে দুঃসংবাদ

ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির মাঝেই হাজির হচ্ছে আরও এক ফিফা উইন্ডো। চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে। এই মাসেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। এর আগে দুঃসংবাদ পেল আলবিসেলেস্তারা।

গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, চোটের কারণে গুরুত্বপূর্ণ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজকে পাচ্ছে না তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনার স্কোয়াডেও ডাক পেয়েছিলেন তিনি। তবে, চোটের কারণে খেলা হবে না ম্যানচেস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডারের।

জানা গেছ, প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লেস্টার সিটির বিপক্ষে চোট পান মার্টিনেজ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন ফাকুন্দো মেদিনা। যিনি আর্জেন্টিনার হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। ঘোষিত দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।

আসন্ন বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং একটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিনে থাকা উরুগুয়ে এবং চারে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৬ করে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে প্যারাগুয়ের মাঠে খেলবে আর্জেন্টিনা। এর পাঁচ দিন পর ঘরের মাঠে পেরুর মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *