ডেস্ক নিউজ:
বিশ্বখ্যাত সংগীত তারকা শাকিরা ফুটবলের ‘ওয়াকা ওয়াকা’ গান গেয়ে সারা বিশ্বে সাড়া ফেলে দিয়েছিলেন। তবে সেই তিনিই নাকি ফুটবল বোঝেন না! শাকিরার এই ফুটবল না বোঝার বিষয়টি অনেক পুরনো। ১৯৯৮ সালে ইনেভাইটেবল গানে শাকিরা বলেছিলেন, ‘আমি ফুটবল বুঝি না’। সেই গানের পর দুই দশক পার হয়েছে।
এরপর এক ফুটবলারকে বিয়ে করেছেন শাকিরা। বিশ্বখ্যাত স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সংসার করছেন আট বছর ধরে। এখন কি ফুটবল বোঝেন শাকিরা? সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এখনো ফুটবলের কিছু অংশ না বোঝার বিষয়টি জানালেন শাকিরা। সাক্ষাৎকারে শাকিরা বললেন, ‘এখনো ‘অফসাইড’ বিষয়টা বুঝতে পারি না। আপনি কি বিশ্বাস করেন, জেরার্ডের সঙ্গে আট বছর কাটানোর পরও আমার এই অবস্থা’।
বার্তা বিভাগ প্রধান