Home » প্রতি মিনিটে ভারতকে ধবলধোলাইয়ের কথা মনে করিয়ে দিতে থাকবে অস্ট্রেলিয়া’

প্রতি মিনিটে ভারতকে ধবলধোলাইয়ের কথা মনে করিয়ে দিতে থাকবে অস্ট্রেলিয়া’

সম্ভবত সবচেয়ে খারাপ সময়ে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হার, যা ভারতের টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে দ্বিতীয়বার ধবলধোলাইয়ের ঘটনা। আর এমন যন্ত্রণাদায়ক এক সিরিজ শেষ হওয়ার এক সপ্তাহ পরই রওনা হতে হবে অস্ট্রেলিয়ায়। সেই সফরটাও আবার এমন—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে যেটা জিততে হবে ৪-০ ব্যবধানে।

এমন কঠিন সমীকরণ নিয়ে খেলতে নেমে ভারত যে অস্ট্রেলিয়ার স্লেজিংয়েরও শিকার হবে, সেটিই মনে করিয়ে দিয়েছেন সাইমন ডুল। নিউজিল্যান্ডের এই সাবেক পেসার ও বর্তমান ধারাভাষ্যকার বলেছেন, অস্ট্রেলিয়া প্রতিটি মিনিট ভারতকে স্মরণ করিয়ে দেবে, তারা নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাই হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *