ডেস্ক নিউজ:
সিলেট সিটি করপোরেশনে বর্তমানে ২৭টি ওয়ার্ডের মধ্যে ৩, ৭, ৮, ৯, ১১, ১৩, ২০, ২৩ ও ২৬নং ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় কাউন্সিলর রয়েছেন। বিএনপি দলীয় নেতারা ১, ৪, ৬, ১০, ১২, ১৪, ১৫, ১৭, ১৮, ১৯, ২১, ২২ ও ২৫নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আছেন। এছাড়া ২, ১৬, ২৪ ও ২৭নং ওয়ার্ডে জামায়াত নেতারা এবং ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদে স্বতন্ত্র ব্যক্তি রয়েছেন । সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী নিয়েই শোরগোল বেশি। ফলে অনেকটাই আড়ালে পড়ে গেছে সিসিকের ২৭টি ওয়ার্ডে কাউন্সিলর পদে কারা প্রার্থী হচ্ছেন, এই বিষয়টি। এসব ওয়ার্ডে শতাধিক সম্ভাব্য প্রার্থী আছেন মাঠে। তবে বড় দুই দল তথা আওয়ামী লীগ ও বিএনপি সিসিকের সকল ওয়ার্ডে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী দিতে পারছে না। এজন্য দল দুটি সময়ের স্বল্পতাকেই দায়ী করছে। খোঁজ নিয়ে জানা যায়, আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিসিকের চতুর্থ নির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে দলীয় প্রার্থী নিশ্চিত করছে পারছে না আওয়ামী লীগ ও বিএনপি। ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেয়ার বিষয়ে দল দুটির তৎপরতাও ছিল না। এখন শেষমুহুর্তে এসে দল দুটি সর্বোচ্চ সংখ্যক কাউন্সিলর প্রার্থী নিশ্চিত করার চেষ্টা চালাচ্ছে।
আওয়ামী লীগ দলীয় সূত্র জানায়, নগরীর ৪, ৬, ১৪, ১৫, ১৬ ও ১৭নং ওয়ার্ডসহ আরো কয়েকটি ওয়ার্ডে এবার আওয়ামী লীগ দলীয় নেতাদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে পারছে না। কয়েকটি ওয়ার্ডে জোড়াতালি দিয়ে প্রার্থী দেয়ার চেষ্টা করছে ক্ষমতাসীন দলটি।