ডেস্ক নিউজ:
আসন্ন সিলেট সিটি নির্বাচনে আওয়ামী লীগ যখন নিজেদের প্রার্থী ঠিক করে ফেলেছে তখনও পিছিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃত্বাধীন ঐক্য জোট। আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী যখন সিলেটের অলিগলি, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন; তখন বিএনপি ব্যস্ত ছিল নিজেদের প্রার্থীদের দেনদরবার নিয়ে। অবশেষে সকল জল্পনা-কল্পনা ইতি ঘটতে চলেছে আজ বুধবার। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে (সিসিক) টানা দ্বিতীয়বারের মতো বিএনপি নেতৃত্বাধীন প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতিকের টিকিট পাচ্ছেন বর্তমান সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, আজ বুধবার সিলেট থেকে এক ডজন কেন্দ্রীয় নেতাকে ঢাকায় জরুরি তলব করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তাদের ডেকেছেন। দুপুরের মধ্যেই তাদেরকে ঢাকায় থাকার কথা জানানো হয়েছে। আর সিলেট থেকে যাওয়া এই ১২ জনের তালিকায় সিলেট জেলা ও মহানগর বিএনপি সভাপতি, সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন।
বিএনপি’র একটি সূত্র জানিয়েছে, সিলেট থেকে যাওয়া ১২ নেতার হাত দিয়েই দ্বিতীয়বারের মতো সিটি নির্বাচনের টিকিট তুলে দেয়া হবে আরিফুল হক চৌধুরীর হাতে। এসময় আরিফের সমর্থনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনাও দেয়া হবে বলে সূত্রটির দাবি।
বার্তা বিভাগ প্রধান