Home » রিয়াল মাদ্রিদের রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উদযাপন

রিয়াল মাদ্রিদের রেকর্ড ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উদযাপন

প্যারিসের বিখ্যাত থিয়েটার দ্যু শাটলে সবই ছিল। তবু, ছিল না পূর্ণতা। প্রায় কানায় কানায় ভর্তি অডিটোরিয়ামের কিছু অংশ খালি ছিল। যে অংশটুকুর শূন্যতা ঢাকেনি ভরপুর তারকাতেও। ফুটবলের সবচেয়ে অভিজাত ক্লাব রিয়াল মাদ্রিদেরই যে কেউ ছিল না ব্যালন ডি’অর ২০২৪ এর আয়োজনে।

ভিনিসিয়াস জুনিয়রকে অন্যায়ভাবে ব্যালন ডি’অর থেকে বঞ্চিত করা হয়েছে—এমন ভাবনা ও ভিনির প্রতি সমর্থন থেকে পুরো রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ শেষ বেলায় বয়কট করেছে ব্যালন ডি’অর অনুষ্ঠানকে। মাদ্রিদ থেকে প্যারিসের ফ্লাইট ধরার কথা ছিল প্রায় ৫০ জনের। কিন্তু, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ থেকে শুরু করে ভিনি, জুড বেলিংহাম, কার্ভাহালরা কেউই যাননি।

অথচ, বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত ছিলেন মাদ্রিদের অনেকেই। সেরা কোচের তালিকায় কার্লো আনচেলত্তি, উদীয়মানের তালিকায় আর্দা গুলার, গার্ড মুলার অ্যাওয়ার্ডের জন্য কিলিয়ান এমবাপ্পে কিংবা ইয়াসিন ট্রফির জন্য আন্দ্রে লুনিন—পুরো মাদ্রিদ মিলে মুখ ফিরিয়েছে ফ্রান্স ফুটবলের এই আয়োজন থেকে। যাতে অনেকটাই ফিকে হয়েছে ব্যালন ডি’অরের রং।

মাদ্রিদ সরাসরি উপস্থিত না থাকলেও, ঠিকই ছিলেন তারা। পুরুষদের বর্ষসেরা দল হিসেবে নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মৌসুমে লা লিগার পাশাপাশি রেকর্ড ১৫তম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা ক্লাবটিকে কোনোভাবেই যে উপেক্ষা করার সুযোগ নেই। তাই, থিয়েটার দ্যু শাটলে না থেকেও বেশ জোরালোভাবে ছিল রিয়াল মাদ্রিদ।
এদিকে, মেয়েদের ফুটবলে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *