Home » সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের

সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশের

ভারত বাধা পেরোতে না পেরোতেই বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে এবার ভুটান বাধা। সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ‘এ’ গ্রুপ সেরা বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে‘বি’ গ্রুপের রানারআপ ভুটানকে পেয়েছে।

আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালদ্বীপকে ১৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভুটান। গ্রুপ পর্বে ২ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ গোল দিয়েছে তারা।

অন্যদিকে গ্রুপ সেরা হতে শ্রীলঙ্কার বিপক্ষে কমপক্ষে ৬ গোলের ব্যবধানের জয় দরকার ছিল নেপালের। শ্রীলঙ্কার বিপক্ষে সমীকরণ অনুযায়ী ৬-০ গোলের বড় জয় ছিনিয়ে নেয় তারা। যার সুবাদে ‘বি’ গ্রুপ থেকে বাদ পড়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ।

প্রথম সেমি-ফাইনালে আগামী রোববার (২৭ অক্টোবর) মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভুটান ও ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন বাংলাদেশ। গত সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমি-ফাইনালে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছিলেন সাবিনা-ঋতুপর্ণারা।

গত জুলাইয়ে দুই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভুটান ও বাংলাদেশ। যথাক্রমে ৫-১ ও ৪-২ গোলে জিতেছিল পিটার বাটলারের দল। একই দিনে দ্বিতীয় সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *