Home » সিলেটে নতুন গ্যাসের সন্ধান, দিনে মিলবে ৮ মিলিয়ন ঘনফুট

সিলেটে নতুন গ্যাসের সন্ধান, দিনে মিলবে ৮ মিলিয়ন ঘনফুট

সিলেটের হরিপুরে ৭ নম্বর কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এ কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, সিলেট ৭ নম্বর কূপে ওয়ার্কওভারের কাজ চলছে। এ কাজ শুরু হয় এ বছরের জুলাই মাসে। এর মধ্যে ২টি জোনে পরীক্ষা হয়েছে। ২ হাজার ১০ মিটার গভীরতায় একটা টেস্ট করা হয়েছে। এ মাসের ১৪ তারিখে টেস্টটি করা হয়। সেখানে ৬ থেকে ৭ মিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া যায়। আজকে আরেকটি জোনে প্রায় ১২০০ মিটার গভীরতায় অনুসন্ধান চালানো হয়। এতে ৮ মিলিয়ন গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

মিজানুর রহমান আরও জানান, আগামী ১ মাসের মধ্যে এখান থেকে প্রাপ্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে যে দুটি জোনে গ্যাসের অনুসন্ধান পাওয়া গেছে এর মধ্যে কোন জোনের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে তা আরও পরীক্ষা-নিরীক্ষার পর বোঝা যাবে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *