ডেস্ক নিউজ: উপজেলা সদরস্থ একটি অভিজাত হোটেলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গোয়াইন ঘাট উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক জরুরী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সাবেক সহ-সভাপতি মুফতী মাওলানা আব্দুর রহমান ক্বাসিমী’র সভাপতিত্বে ও সাবেক প্রচার সম্পাদক মাওলানা রফিক আহমদ মহল্লী’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট মহানগর জমিয়তের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা হাসান আহমদ, গোয়াইনঘাট উপজেলা যুব জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমদ,যুবনেতা মাওলানা মাহফুয আহমদ,মাওলানা শাহজাহান কবির,মাওলানা আবুল কালাম,মাওলানা বুরহান উদ্দীন, উপজেলা ছাত্র জমিয়তের আহবায়ক কায়সান মাহমুদ আকবরী,যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার শামীম,দেলওয়ার হুসাইন ইমরান,সদস্য সচিব মাহমুদুল হাসান,যুগ্ম সদস্য সচিব কে এম হেলাল আহমদ, নাজমুল ইসলাম,কামরুল ইসলাম,নুরুল হাসান,শামিম আহমদ প্রমুখ।
উক্ত মত বিনিময় সভায় গোয়াইনঘাট উপজেলা জমিয়তের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জননেতা মাওঃ আব্দুল মালিক চৌধুরী।
#আহবায়ক : মাওঃ মুফতী আব্দুর রহমান ক্বাসিমী।
যুগ্ম আহবায়ক : মাওঃ লুকমান আহমদ
যুগ্ম আহবায়ক:মাওঃআতাউর রহমান
যুগ্ম আহবায়ক:মাওঃ মুফতী আমিরআহমদ
#সদস্য_সচিব :-মাওঃ রফীক আহমদ মহল্লী
সম্মানিত সদস্য:-
মাওঃ ইব্রাহিম আলী নন্দির গাওঁ
মাওঃ আবুল খায়ের পশ্চিম জাফলং,
মাওঃ হাসান আহমদ -ফতেহপুর
মাওঃ আব্দুল কুদ্দুস-পূর্ব জাফলং,
মাওঃমাাহদী হাসান-আলীর গাও,
মাওঃ মাও হেলাল আহমদ- লেঙ্গুড়া,
মাও কায়সান মাহমুদ আকবরী-প.জাফলং, মাওঃ মাহফুজ আহমদ-লেংগুড়া
মাওঃ ফখরুল ইসলাম-ফতেহপুর,
মাওঃ সেলিম আশরাফ-রুস্তুমপুর।
পরিশেষে নব নির্বাচিত উপজেলা জমিয়তের আহবায়ক মাওলানা মুফতী আব্দুর রহমান কাসিমীর মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
নির্বাহী সম্পাদক