Home » মিরপুরে ‘সাকিবিয়ান’দের ধাওয়া দিল সাকিববিরোধীরা

মিরপুরে ‘সাকিবিয়ান’দের ধাওয়া দিল সাকিববিরোধীরা

সাকিব আল হাসানকে দেশে ফিরে বিদায়ী টেস্ট খেলার সুযোগ দেওয়ার দাবিতে আন্দোলনরত ‘সাকিবিয়ান’দের আজ মিরপুরে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করেছেন সাকিববিরোধীরা। এ সময় মারধরের শিকারও হন তাঁরা।

ঘটনার সময় স্টেডিয়ামে চলছিল দক্ষিণ আফ্রিকা দলের অনুশীলন। অনুশীলন শেষে হোটেলে ফেরার সময় মিছিল–স্লোগান ও হট্টগোলের শব্দ কানে গেছে তাঁদের। দক্ষিণ আফ্রিকা দলের ক্রিকেটারদের কেউ কেউ ঘটনা সম্পর্কে খোঁজখবরও নিয়েছেন বলেও জানা গেছে।

সাকিবের দেশের মাটিতে শেষ টেস্ট খেলা ঠেকাতে কিছুদিন ধরেই মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এলাকায় বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাকিববিরোধীরা। পাশাপাশি ‘সাকিবিয়ান’ ব্যানারে একদল সাকিব সমর্থক বিক্ষোভ করছেন সাকিবকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সুযোগ দেওয়ার দাবিতে।

আগামীকাল থেকে শুরু মিরপুর টেস্টের আগে আজও স্টেডিয়ামের সামনে সাকিব আল হাসানের পক্ষে বিভিন্ন বক্তব্য লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেছেন সাকিবভক্তরা। বেলা দুইটার দিকে শেরেবাংলা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে শান্তিপূর্ণভাবেই নিজেদের দাবি জানিয়ে স্লোগান দিচ্ছিলেন তাঁরা। সাকিবকে মিরপুর টেস্টে খেলার সুযোগ না দিলে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগেরও দাবি তাঁদের।

এ সময় আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকলেও সাকিবিয়ানদের শান্তিপূর্ণ অবস্থানে তাঁরা কোনো বাধা দেননি। সাকিবিয়ানরা নিজেদের দাবিদাওয়া নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেন। কিন্তু বেলা ৩টার দিকে আচমকা সাকিবিয়ানদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করেন সাকিববিরোধী একদল তরুণ। এ সময় বেশ কয়েকজন সাকিবভক্তকে মারধর করেন তাঁরা।

হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়েন সাকিবের সমর্থনে আসা ভক্তরা। তাঁরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান। ঘটনার খুব কাছে থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তখনো ছিলেন দর্শকের ভূমিকায়। তবে সাকিবভক্তরা একটু পর সংগঠিত হয়ে আবার স্টেডিয়ামের সামনে ফিরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

এর মিনিট ত্রিশেক পর সাকিববিরোধীরা আবারও ছোট ছোট দলে স্টেডিয়ামের সামনে জড়ো হন। তাঁরা ‘সাকিব ভুয়া’, ‘সাকিবের দুই গালে জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে থাকেন।

এর মধ্যেই সাকিবভক্তরা স্টেডিয়ামের সামনে জড়ো হয়ে সংবাদমাধ্যমের কাছে নিজেদের দাবি তুলে ধরেন। সাকিববিরোধীরা তখন আরেকবার চড়াও হন তাঁদের ওপর। এ সময় রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে এক সাকিবভক্তকে আটকও করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যদিও সাংবাদিকদের ওই সাকিবভক্ত বলেন, তিনি রাষ্ট্রবিরোধী কোনো স্লোগান দেননি, শুধু সাকিবের পক্ষে স্লোগান দিয়েছেন।

এ ঘটনার পর স্টেডিয়ামের বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *