ডেস্ক নিউজ: আলজেরিয়ায় হাইস্কুলের জাতীয় সমাপনী পরীক্ষায় নকল ও প্রশ্নফাঁস ঠেকাতে এক ঘণ্টা ইন্টারনেট ও মোবাইল সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। প্রত্যক পরীক্ষা শুরুর পরই এই ব্যবস্থা নেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগামী ২০ থেকে ২৫ জুন চলবে এই পরীক্ষা। প্রশ্নফাঁস ঠেকাতে এমন কঠোর অবস্থান নিয়েছে সরকার। ২০১৬ সালে অনলাইনে প্রশ্নফাঁসসহ বেশ কিছু অভিযোগ উঠেছিল এই পরীক্ষাকে ঘিরে।
গত বছর কর্তৃপক্ষ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি। শিক্ষামন্ত্রী নুরিয়া বেঙ্ঘাব্রিত বলেন, পুরোটা সময়জুড়ে সারাদেশে ফেসবুক বন্ধ থাকবে। তিনি বলেন, তারা নিজেও এই সিদ্ধান্তে স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তবে প্রশ্নফাঁস ঠেকাতে এটা জরুরি।
এছাড়া ইন্টারনেট সংযোগ আছে এমন ইলেক্ট্রনিক ডিভাইস দেশজুড়ে ২ হাজার পরীক্ষার হলে নিষিদ্ধ করা হয়েছে। বসানো হয়েছে সিসি ক্যামেরাও। ২২ জুলাই শুরু হতে যাওয়া পরীক্ষা অংশ নিতে যাচ্ছে দেশটির ৭ লাখ শিক্ষার্থী।