ডেস্ক নিউজ:
আর্জেন্টিনাকে মোকাবিলার আগে দালিচের এই বক্তব্য সংবাদ সম্মেলনে অবাক করেছে অনেককে। ক্রোয়েশিয়ার কোচ পরের মুহূর্তে ব্যাপারটি পরিষ্কার করে দিলেন তাদের, ‘আমি বলিনি আর্জেন্টিনা সবচেয়ে সহজ প্রতিপক্ষ। আমি বলেছি এটা আমাদের জন্য সহজ ম্যাচ। আমাদের হারানোর কিছু নেই। আমরা অন্যতম সেরা একটি দলকে খেলতে যাচ্ছি।’ লিওনেল মেসির দলের বিপক্ষে ক্রোয়েশিয়ার জয় প্রত্যাশা করা লোকের সংখ্যা খুব কম। নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা দলটি তাই চাপ ছাড়া মাঠে নামবে, জানালেন দালিচ, ‘আমাদের ঝুলিতে তিন পয়েন্ট আছে।’ দালিচ স্বীকার করলেন, যে দলে মেসির মতো তারকা আছে তাদের সঙ্গে পেরে ওঠা কঠিন চ্যালেঞ্জের। তবে তার দলেও আছে দুই তারকা মিডফিল্ডার ইভান রাকিতিচ ও লুকা মদরিচ। বার্সেলোনায় মেসির পাশে খেলায় তাকে আটকানোর উপায় সতীর্থ ডিফেন্ডারদের সঙ্গে ভাগাভাগি করেছেন রাকিতিচ, ‘তারা যা জানে না আমি তাদের সেটা বলতে পারি। পুরো বিশ্ব জানে মেসি অন্যতম সেরা খেলোয়াড়। সে তার মতো করে মুহূর্ত তৈরি করবে, নিশ্চিত এটা। তাকে থামানোর কাজ আমাদের। তার বিপক্ষে খেলতে আমাদের ম্যাচটা উপভোগ করতে হবে এবং সেরাটা খেলতে হবে।’ আর্জেন্টিনাকে খেলার সুযোগে উজ্জীবিত রাকিতিচ, ‘বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলা দারুণ ব্যাপার। আমরা উজ্জীবিত হয়ে আছি।
বার্তা বিভাগ প্রধান