Home » সিলেট সিটি কর্পোরেশন চালাবে ২৩ সদস্যের কমিটি

সিলেট সিটি কর্পোরেশন চালাবে ২৩ সদস্যের কমিটি

সিলেটসহ সব সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের অপসারণের তিন দিনের মাথায় ওয়ার্ডে ওয়ার্ডে নাগরিক সেবা নিশ্চিতের জন্য ২৩ সদস্যের পরিচালনার কমিটি গঠন করে দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করলেও প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে দেওয়া হয়েছে রোববার (২৯ সেপ্টেম্বর)।

সিটি কর্পোরেশন গুলোর প্রশাসক হবেন এই কমিটির প্রধান। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের রাখা হয়েছে সদস্য হিসেবে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ‘(স্থানীয় সরকার সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক) (২) মোতাবেক সরকার কর্তৃক নিম্নরূপভাবে কমিটি করা হলো।

এই কমিটি স্থানীয় সরকার অধ্যাদেশ অনুযায়ী সিটি কর্পোরেশনের প্রশাসকের কর্ম সম্পাদনে সহায়তা করবে। কমিটির সদস্যরা কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন।

এ কাজের জন্য কমিটির সদস্যরা বিধি অনুযায়ী সম্মানী ভাতা পাবেন। তবে তা পাঁচ হাজার টাকার বেশি হবে না। এর বাইরে অন্য কোনো আর্থিক সুবিধা বা অন্যান্য সুযোগ-সুবিধা তারা পাবেন না।

সিলেট সিটি কর্পোরেশন প্রশাসক সংশ্লিষ্ট কমিটির প্রধান। একইভাবে সদস্য সচিব প্রধান নির্বাহী কর্মকর্তা। সিটি কর্পোরেশনের কমিটির সদস্য সংখ্যা ২৩ জন। কমিটির সদস্যরা সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। নতুন করে দেওয়া কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

গত ৫ আগস্ট প্রবল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। এর ১১ দিনের মাথায় ১৯ আগস্ট সিলেটসহ দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। সেদিনই সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার।

এই সিটি কর্পোরেশনের গুলোর মধ্যে কেবল রংপুরে জাতীয় পার্টির মেয়র ছিলেন। বাকি ১১টিতেই দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতারা। এরপর গত বৃহস্পতিবার দেশের ১২টি সিটি কর্পোরেশনের ও ৩২৩ পৌরসভার সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের অপসারণ করে দুটি প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

সিটির মেয়রদের মধ্যে প্রায় সবাই আত্মগোপনে অথবা মামলার আসামি হয়েছেন। তাদের পাশাপাশি আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলররাও কার্যালয়ে আসছিলেন না।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *