মো: মাহফুজ আহমদ শুদ্ধবার্তাটোয়োন্টিফোর: সিলেট এম সি কলেজের পদার্থ বিদ্যা বিভাগের এম এল এস এস অখিল মালাকার আমাদের মাঝে আর নেই। ১৮-০৬-২০১৮ তারিখে স্ট্রোক করে সোমবার বেলা ১১:৪০ এর দিকে জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ছাত্র জীবনেও তাকে কলেজে পেয়েছিলাম এবং দাদা বলে ডাকতাম।
কলেজ ক্যাম্পাসে দেখা হলেই দুর থেকে কুশলাদী জিঙ্গাস করতেন।পান ছিল তার খুব প্রিয় ফলে ঠোট দুটি সব সময় লাল থাকত।
কলেজ বন্ধ থাকার কারনে এবং ষ্টেশনে না থাকায় শেষ দেখা ও সম্ভব হয়নি ।দাদা পর জগতে ভাল ভাল থাকার প্রত্যাশা করছি।
সবাই উনার বিদায়ীক আত্মার শান্তির জন্য আর্শীবাদ/দোয়া কামনা করি ও শোকাহক পরিবারের প্রতি সমবেদনা জানাই।
নির্বাহী সম্পাদক