Home » ভারতের মুসলিমদের নিয়ে ইরানের খামেনির মন্তব্য অগ্রহণযোগ্য: ভারত

ভারতের মুসলিমদের নিয়ে ইরানের খামেনির মন্তব্য অগ্রহণযোগ্য: ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ভারতের মুসলমানদের নিয়ে করা মন্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ বলে নিন্দা জানিয়েছে ভারত। সোমবার (১৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই নিন্দা জানায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে খামেনি মিয়ানমার, গাজা ও ভারতের মুসলমানদের কষ্টের সঙ্গে নিজেদের তুলনা করেন।

এক বিবৃতিতে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আমরা ইরানের সর্বোচ্চ নেতার পক্ষ থেকে ভারতের সংখ্যালঘুদের বিষয়ে দেওয়া মন্তব্যকে দৃঢ়ভাবে নিন্দা জানাই। এই মন্তব্যগুলো বিভ্রান্তিকর ও অগ্রহণযোগ্য।

এতে আরও বলা হয়েছে, অন্যান্য দেশকে নিজেদের সংখ্যালঘুদের অবস্থা নিয়ে আগে নজর দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তারপর অন্যদের নিয়ে মন্তব্য করার কথা ভাবা উচিত।

খামেনি ওই পোস্টে বলেছিলেন, আমরা নিজেদের মুসলমান মনে করতে পারি না, যদি মিয়ানমার, গাজা বা ভারতের মুসলমানদের কষ্টের ব্যাপারে উদাসীন থাকি।

তিনি আরও বলেছিলেন, ইসলামের শত্রুরা সবসময় ইসলামি উম্মাহর একক পরিচয়ের প্রতি আমাদের উদাসীন করে তোলার চেষ্টা করেছে।

ভারত এই মন্তব্যকে নিন্দা জানিয়ে বলেছে, এটি তথ্যবিহীন ও ভারতের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে ভুল ধারণা ছড়ানোর চেষ্টা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *