খাগড়াছড়ি টাউন হল অডিটোরিয়ামে সোমবার (৯ সেপ্টেম্বর) বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ মতবিনিময় সভা করার কথা। কিন্তু বিশৃঙ্খলা ও হট্টগোলের কারণে তা স্থগিত।
কোটা সংস্কার ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিকের মতবিনিময় সভা করবেন।
খাগড়াছড়ির সমন্বয়কদের একজন মাসুদুর রহমান বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ছাত্র বেশে আসা ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করেছেন। সেখানে হট্টগোল, চিৎকার শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরতে হয়েছে।
উল্লেখ্য, রবিবার (৮ সেপ্টেম্বর) নিজ ফেসবুকে সোমবার খাগড়াছড়িতে মতবিনিময় সভা করার ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। আজ নির্দিষ্ট সময়ে খাগড়াছড়িতে পৌঁছালেও সেখানে এখনও সমাবেশ শুরু করতে পারেননি।
এদিকে, রবিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে মতবিনিময় সভা করেন এই সমন্বয়ক। সেখানেও সমন্বয়কদের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা নিয়ে হট্টগোল ও হাতাহাতি হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে হাসনাত আবদুল্লাহর অনুরোধে পরিস্থিতি স্বাভাবিক হয়।