সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ধানমন্ডির একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া। তিনি জানান, আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলায় রয়েছে।
তবে কোনও মামলায় গ্রেফতার দেখানো হবে তা এখনও নিশ্চিত করেনি ডিবি।