Home » পদত্যাগ করলেন শাবি ভিসি

পদত্যাগ করলেন শাবি ভিসি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক মো. ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তিনি শনিবার (১০ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।

রাষ্ট্রপতির কাছে উপাচার্য তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিষয়টি বিকালে নিশ্চিত করেছেন, শাবিপ্রবির জনসংযোগ শাখার কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকল আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডির সদস্যরা পদত্যাগ করেছে।

ওই দিন সকালে সবাই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবরে পদত্যাগপত্র জমা দেন। তার আগে বৈষম্যবিরোধী ইস্যুতে আন্দোলনরত শাবি শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

এদিকে শাবিপ্রবি প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: কবির হোসেন শিক্ষার্থীদের জন্য এক বার্তা দিয়েছেন। যেখানে তিনি লিখেছেন, শিক্ষার্থীরা চাইলে তিনিও পদত্যাগ করতে প্রস্তুত রয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *