Home » ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা সমর্থন করবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা সমর্থন করবে না যুক্তরাষ্ট্র : বাইডেন

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ইসরায়েলের পাল্টা হামলা সমর্থন করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন । শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েরের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে তিনি এ কথা বলেছেন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছেন।

হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, জো বাইডেন বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, ‘ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং এ অঞ্চলের অন্যান্য দেশের যৌথ প্রতিরক্ষামূলক পদক্ষেপের মাধ্যমে ইরানি হামলা প্রতিহত করা হয়েছে।’

নেতানিয়াহুর উদ্দেশে প্রেসিডেন্ট বলেন,‘ আপনি একটি জয় পেয়েছেন। জয়টি নিন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘বাইডেন নেতানিয়াহুকে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না । এ ধরনের অভিযানে সমর্থন দেবে না। তখন ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছিলেন, তিনি বুঝতে পেরেছেন।’

সূত্র : আলজাজিরা

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *