Home » ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত

ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সেনা নিহত

অনলাইন ডেস্ক: সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় আজ শুক্রবার (২৯ মার্চ) কমপক্ষে ৩৬ জন সিরীয় সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে একটি যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠান। খবর এএফপির।যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়িান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামক প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলেপ্পোর একটি রকেট ডিপোতে ইসরায়েল হামলা চালিয়েছে। এই ডিপোটি লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লাহর মালিকানাধীন বলে জানায় ওই প্রতিষ্ঠানটি। হামলায় কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও বেশ কয়েকজন সৈন্য। যুদ্ধ পর্যবেক্ষণ প্রতিষ্ঠানটি আরও জানায়, যে স্থানে হামলা চালানো হয়েছে, তা আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দরের খুব কাছে।

এদিকে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, খুব ভোরে চালানো এই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেশ কয়েকজন বেসামরিক লোকও আহত ও নিহত হয়েছে। সানা আরও জানায়, ভোররাত পৌনে ২টার দিকে আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চিলীয় আথরিয়া এলাকায় এই বিমান হামলা চালায় ইসরায়েল।এ বিষয়ে বার্তা সংস্থা এএফপি জেরুজালেমের মন্তব্য জানতে চাইলে সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ইসরায়েল কোনো বিদেশি গণমাধ্যমের কাছে এ বিষয়ে মন্তব্য করে না।২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর ইসরায়েল দেশটিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে শত শত বিমান হামলা চালিয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *