মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হচ্ছে পবিত্র রমজান। বাংলা ফাল্গুন মাস প্রায় শেষ হয়ে এল। সিলেটে এখন দিনের বেলায় গরম পড়ছে। আর সন্ধ্যার পর থেকেই কমতে থাকে তাপমাত্রা। সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, এ অঞ্চলে গত এক সপ্তাহ ধরে দিনের বেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৯-৩১ ডিগ্রি সেলসিয়সের মধ্যে ওঠানামা করছে। ফলে গরম অনুভূত হচ্ছে। আর সন্ধ্যার পর থেকে শীত বাড়তে শুরু করে। যা সকাল ৭/৮ টা পর্যন্ত থাকে। এসময় তাপমাত্রা থাকে ১২-১৬ ডিগ্রি।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মঙ্গলবার থেকেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করবে। সার্বিকভাবেই তাপমাত্রা বাড়তে পারে। এখনো তাপমাত্রা স্বাভাবিকই আছে। মাসের শেষ দিকে অবশ্য দুয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। ফেব্রুয়ারির পর থেকেই সাধারণত তাপমাত্রা বাড়তে থাকে। মার্চের মাঝামাঝি পর্যন্ত এসে তাপমাত্রা আরও বেড়ে যায়। আর এপ্রিল মাসে দেশে তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। এখন দেশের আবহাওয়া আসলে গরমের দিকে যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর চলতি মার্চ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়েছে। সে অনুযায়ী, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে। দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ এবং একদিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সামগ্রিকভাবে এ মাসে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হতে পারে। সিলেটের আকাশ আগামী কয়েদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে। তবে এর কয়েকদিন পরে সিলেটে বৃষ্টিপাত হতে পারে। তখন মেঘলা আকাশ থাকার কারণে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেঃ বৃদ্ধি পেতে পারে। এ মাসের শেষের দিকে সিলেটে দুইট ঝড় হতে পারে। দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ এবং একদিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে। মাসের শেষ দিকে অবশ্য দুয়েকটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে।
বার্তা বিভাগ প্রধান