সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সব ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে আগামীকাল সোমবার । তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ রবিবার (৩ মার্চ) সকালে বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন নতুন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ- শ্রীলঙ্কা সিরিজ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন টাইগার দলপতি।
শান্ত বলেন, শ্রীলঙ্কান ক্রীকেটারদের নিয়ে আমরা তেমন চিন্তিত না, বাংলাদেশ দলের প্লেয়াররা আগের চেয়ে আরও ভালো করবে বলে বিশ্বাস করেন তিনি। শান্ত বলেন, আমরা তেমন চাপে নেই, আন্তর্জাতিক সিরিজে অন্যান্য দেশ যেভাবে পরিকল্পনা সাজায় তেমনি আমাদেরও পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ দলে অনেক স্পিন অপশন রয়েছে জানিয়ে শান্ত বলেন, প্রতিটি ম্যাচেই আমরা ভালো করে আমরা জিততে চাই।
এছাড়া দলে জাকেরের ফেরা-সাইফউদ্দিনের না থাকার কারণ জানালেন শান্ত । সংবাদ সম্মেলন শেষ করেই মাঠে অনুশীলনে নামে বাংলাদেশ দল। প্রথম ম্যাচকে সামনে রেখে মাঠে দীর্ঘ সময় ঘাম ঝরান বাংলাদেশের খেলোয়াড়েরা
বার্তা বিভাগ প্রধান