মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্সে’র শহিদ মিনারে সীমান্তিকের পক্ষে পুষ্পস্তবক অর্পন করা হয়। অমর একুশে উপলক্ষে সীমান্তিক শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আজ সকাল ৯ টায় প্রভাত ফেরী,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ও সীমান্তিক শিক্ষার পরিচালক জনাব মোঃ আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচআরডিসির ম্যানেজার ফাতেহা জান্নাত মৌ,নার্সিং কলেজের অধ্যক্ষ পিংকী চৌধুরী, সীমান্তিক আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ জয়নাল আবেদীন, কলেজের ভাইস প্রিন্সিপাল মাছুমা আক্তার, সীমান্তিক শিক্ষার একাডেমিক কো-অর্ডিনেটর মো.শমসের আলী। সীমান্তিক হাসপাতালের কো-অর্ডিনেটর মো. জামাল আহমদ, সীমান্তিক স্কুল, কলেজ, টিটিসি ও এইচআরডিসির শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ইনস্টিটিউট সমূহের ছাত্র ছাত্রীবৃন্দ।