Home » বৈদ্যুতিক লাইনে ঘুড়ি আটকে ৪০ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল

বৈদ্যুতিক লাইনে ঘুড়ি আটকে ৪০ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল

বৈদ্যুতিক লাইনে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল। বুধবার (১৪ তারিখ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে মিরপুর-১০ স্টেশনে গিয়ে দীর্ঘসময় মেট্রোরেল আসতে দেখা যায়নি। এসময় স্টেশনে দায়িত্বরত স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়,  সোয়া ১টার দিকে আগারগাঁওয়ের কাজীপাড়া স্টেশনে একটি ট্রেন আটকে পড়ে। একারণে মেট্রোরেল চলাচল বন্ধ আছে।

বসন্ত ও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এমনিতে মেট্রোরেলে ছিল উপচেপড়া ভিড়। সেখানে দীর্ঘসময় ট্রেন না আসায় ভিড় আরও বাড়তে থাকে। তবে যাত্রীদের এসময় প্লাটফর্মে উঠতে দেননি নিরাপত্তা কর্মীরা। আর এসময় স্টেশন থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঘোষণা দিতেও শোনা যায়। এমনকি যারা একক টিকিট কেটেছেন, তাদের টাকা ফেরত নেওয়ার জন্য বারবার ঘোষণা দেওয়া হচ্ছে।

মেট্রোরেল
মেট্রোরেল বন্ধ থাকায় স্টেশনে ভিড়

প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ট্রেন স্টেশনটিতে এসে পৌঁছায়। এসময় রেললাইন থেকে একটি ঘুড়ি নিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তারা জানান, এই ঘুড়ি আটকেই মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুড়ি আটকানোর কারণে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে-ওসিএস (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুতিক লাইন) জিরো ভোল্টেজ হয়ে গিয়েছিল।

তবে এ বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল দিয়েও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।

এর আগেও বেশ কয়েকবার এধরনের সমস্যায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ওসিএস সমস্যার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল প্রায় ২ ঘণ্টা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *