Home » প্রয়াত আহমেদ রুবেল: শিল্পকলায় শেষ শ্রদ্ধা, গাজীপুরে দাফন

প্রয়াত আহমেদ রুবেল: শিল্পকলায় শেষ শ্রদ্ধা, গাজীপুরে দাফন

সন্ধ্যাটা বর্ণিল হওয়ার কথা ছিল। কিন্তু হয়ে গেলো নীল। বিষাদের গাঢ় রঙ এক মুহূর্তে ছেয়ে গেলো গোটা শোবিজে। কারণ না ফেরার দেশে চলে গেছেন গুণী অভিনেতা আহমেদ রুবেল। তাও আবার নিজেরই সিনেমার প্রিমিয়ারে এসে!

এমন হৃদয় বিদারক ঘটনার সাক্ষী ঢাকাই শোবিজ এর আগে হয়ত হয়নি। বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের স্টার সিনেপ্লেক্সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী ‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ারের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। আমন্ত্রিত অতিথিরাও সব হাজির। গাড়িতে চড়ে ছবির নির্মাতা নুরুল আলম আতিকের সঙ্গে ভেন্যুতে আসেন আহমেদ রুবেল। কিন্তু গাড়ি থেকে নামতেই পড়ে যান মাটিতে। অতঃপর তড়িঘড়ি তাকে নেওয়া হয় স্কয়ার হাসপাতালে। কিন্তু ততক্ষণে তিনি অনন্তলোকে।

হাসপাতাল কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে মৃত্যু হয়েছে আহমেদ রুবেলের। যদিও মৃত্যুর কারণ জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, হৃদরোগেই প্রাণ হারিয়েছেন এই গুণী শিল্পী।

আহমেদ রুবেলের চার বোন বেঁচে আছেন। এর মধ্যে দুজন রয়েছেন যুক্তরাষ্ট্রে। বাকি দুজন ছুটে এসেছেন হাসপাতালে। ছোট বোনের স্বামী, ড. জহিরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমেরিকায় তার দুই বোন রয়েছেন। তাদেরকে খবরটি জানানো হয়েছে। তবে এত দূর থেকে আসা যেমন ঝামেলার, তেমনি সময়ের ব্যাপার। তাই তাদেরকে আসতে বারণ করা হয়েছে। আমরাই তার দাফন সম্পন্ন করবো। আগামীকাল (৮ ফেব্রুয়ারি) বাদ আসর গাজীপুরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’

এদিকে আহমেদ রুবেলের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে এসেছেন শোবিজ অঙ্গনের অনেক তারকা। এর মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, অভিনেত্রী রোকেয়া প্রাচী, জাকিয়া বারী মম, সুষমা সরকার, জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সজলসহ আরও অনেকে।

জ্যেষ্ঠ তারকাদের সঙ্গে আলোচনা শেষে আহমেদ রুবেলের ভগ্নীপতি জহিরুল হক জানান, দাফনের আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় অভিনেতার মরদেহ নেওয়া হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে তাকে শিল্পাঙ্গনের মানুষেরা শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হবে গাজীপুরে।

মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিয়ে ‘পেয়ারার সুবাস’ নির্মাতা নুরুল আলম আতিক বলেছেন, “আমি আর আহমেদ রুবেল একসঙ্গেই গাড়িতে এসেছিলাম ভেন্যুতে। পার্কিংয়ে নেমে আমি ফোনে কথা বলছিলাম, অন্যদিকে মনোযোগ ছিল। হঠাৎ তার পড়ে যাওয়ার আওয়াজ পাই। তাকিয়ে দেখি তিনি মাটিতে পড়ে গেছেন। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে আসি। কিন্তু কী থেকে কী হয়ে গেলো, কিছুই বুঝে উঠতে পারিনি।’

উল্লেখ্য, তার পুরো নাম আহমেদ রেজা রুবেল। ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে তার জন্ম। মঞ্চনাটক দিয়েই তার উঠে আসা। নন্দিত নাট্যকার সেলিম আল দীনের ‘ঢাকা থিয়েটার’-এ কাজের মাধ্যমেই তার পথচলার সূচনা। এরপর টেলিভিশন নাটক ও সিনেমায় অভিনয় করে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *