Home » মিয়ানমারের সেনাসহ বিভিন্ন বাহিনীর আরও ১১৬ জন পালিয়ে বাংলাদেশে

মিয়ানমারের সেনাসহ বিভিন্ন বাহিনীর আরও ১১৬ জন পালিয়ে বাংলাদেশে

মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের জেরে দেশটির সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ১১৬ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তাদের মধ্যে সেনাসদস্য ছাড়াও দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, ইমিগ্রেশন সদস্য, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যও রয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত তিন দিনে দেশটির বিভিন্ন বাহিনীর মোট ২২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিলেন।

বিজিবি জানায়, সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতবিল সীমান্ত দিয়ে ১১৬ সদস্য পালিয়ে আসেন। তাদের রহমতবিলস্থ বিজিবি ফাঁড়িতে আশ্রয় দেওয়া হয়েছে। এর আগেও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির ১১৩ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *