মিয়ানমারে চলমান সংঘাতের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ। একই সঙ্গে মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সম্প্রতি সময়ে বাংলাদেশ সীমান্ত এলাকায় আরাকান আর্মি ও সরকারি মিলিটারি বাহিনীর মধ্যে সংঘাত চলাকালে মর্টার শেল বাংলাদেশের ভেতরে এসে পড়ছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত চলছে। সেই সংঘাতের মর্টার শেল আমাদের দেশে এসে পড়েছে। এটি আমরা অবশ্যই নজর রাখছি।’
তিনি আরও বলেন, ‘আমাদের সীমান্তরক্ষীরা সতর্ক আছে এবং মিয়ানমার বাহিনীর সঙ্গেও আমাদের যোগাযোগ আছে। আমরা আশা করবো সেখান থেকে কোনও মর্টার শেল এখানে আসবে না। আমরা সতর্ক আছি।’
বার্তা বিভাগ প্রধান