অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রঙিন স্বপ্ন নিয়েই গিয়েছে বাংলাদেশ যুব দল। বিশ্বকাপে যাওয়ার আগে এশিয়া কাপ জয়ের তরতাজা স্মৃতি সঙ্গী হয়েছে রাব্বি-শিবলিদের। আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ দল। তবে, প্রথম ম্যাচে ভারতের কাছে হার কিছুটা হলেও পিছিয়ে দিয়েছে বাংলার যুবাদের। অন্তত, মানসিক দিক থেকে।
ভারতের বিপক্ষে হারের ক্ষত ভুলে জয়ের খোঁজে আজ আবারও মাঠে নামছে বাংলোদেশ। প্রতিপক্ষ আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হারে বাংলাদেশ। বোলাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে বর্তমান চ্যাম্পিয়নদের আড়াইশ রানে (২৫১) বেঁধে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ থামে ১৬৭ রানে। অন্যদিকে, আজকের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আইরিশরা আসর শুরু করেছে জয় দিয়ে। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে সাত উইকেটে হারিয়েছে দলটি।
প্রথম ম্যাচে দুদল মুদ্রার দুপিঠ দেখলেও আজকের ম্যাচে এগিয়ে আছে বাংলাদেশ। শক্তি-সামর্থে আইরিশদের চেয়ে বেশ এগিয়ে বাংলার যুবারা। দুদলের মুখোমুখি পাঁচ লড়াইয়ের সবকটিতেই জিতেছে বাংলাদেশ। আজ জিতে বিশ্বকাপে জয়ের ধারায় ফেরার পাশাপাশি আইরিশদের বিপক্ষে ব্যবধানটা ৬-০ করারও সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে।
প্রতিনিধি