Home » ৮৮ তম জন্মদিনে ফুলের শুভেচ্ছায় সিক্ত ভাষা সৈনিক আফজাল

৮৮ তম জন্মদিনে ফুলের শুভেচ্ছায় সিক্ত ভাষা সৈনিক আফজাল

ফুলের শুভেচ্ছায় সিক্ত হলেন ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক পৌর চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবীদ জননেতা মোহাম্মদ আফজাল। গত সোমবার তাঁর ৮৮তম জন্মদিনকে ঘিরে মুন্সিপাড়া বাসভবনে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। চির কুমার, ত্যাগী নেতা মোহাম্মদ আফজালকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন সর্বস্তরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। একে একে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ, জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, জাসদ, বাসদ, ওয়াকার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধারা। সকলের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল মিলন মেলায় পরিণত হয়। আনন্দে আপ্লুত হয়ে উঠেন প্রবীন রাজনীতিবীদ মোহাম্মদ আফজালসহ আগতরা। শুরু হয় সম্মিলিত সাংষ্কৃতিক জোটের উদ্যোগে দেশাত্মবোধক জাগরনের গান। শিল্পীদের সাথে গানে গানে মেতে উঠেন। এক পর্যায়ে কেক কেটে একে অপরকে মুখে খাইয়ে আনন্দের বহিঃপ্রকাশ ঘটান। শুভেচ্ছা বক্তব্যের প্রতিক্রিয়া জানান সাবেক পিপি অ্যাড. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর, চিকিৎসক মফিজুল ইসলাম মান্টু, শিক্ষাবীদ সাফিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন সরকার, জাতীয় পার্টির আব্দুর রাজ্জাক, জাসদের গৌতম রায়, বাসদের মমিনুর হক, প্রবীন রাজনীতিবীদ আফজালের ছোট ভাই আরশাদ হারুন, বেরোবি’র সামসুল হক, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক সাব্বির আহমেদ, সমাজকর্মী আব্দুর রহিম, গণতন্ত্রী পার্টির মুক্তিযোদ্ধা নৃপেন্দ্র নাথ রায়, আল মামুন রয়েল, বাবর চৌধুরী, এআর আবুল কালাম আজাদ মুকুল, গোপাল দাস, সাংবাদিক জাভেদ ইকবাল প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *