Home » নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। নতুন সরকারে সবমিলিয়ে পঞ্চমবার ও টানা চতুর্থবার প্রধানমন্ত্রী হয়েছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে গঠিত মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ সোমবার (১৫ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কার্যালয়ে এসে পৌঁছালে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নেতৃত্বে কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে মন্ত্রিসভার বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। এসময় বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

মন্ত্রিসভা
প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের নেতৃত্বে শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা (ছবি: ফোকাস বাংলা)

গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ১১ জানুয়ারি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে নতুন মন্ত্রিসভা গঠিত হয়। প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী রয়েছেন। নতুন এই মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক বসলো আজ। যদিও এর আগে শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ বাড়িতে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করেন।

মন্ত্রিপরিষদ-বিভাগ
প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ বিভাগের শুভেচ্ছা (ছবি: ফোকাস বাংলা)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *