বুধবার (১০ জানুয়ারি) সকাল থেকে সিলেটে নেই রোদের দেখা। কুয়াশা আর হিমেল হাওয়ায় সিলেটে বেড়েছে শীতের প্রকোপ।
মঙ্গলবার রাতে শীতল বাতাস বইতে থাকায় শীত আরো বেশি অনুভূত হয়। মঙ্গলবার সিলেট অঞ্চলের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে, ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামী দুইদিন শীত আরও বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
চলতি সপ্তাহে রাজশাহী, রংপুর বিভাগ এবং খুলনা বিভাগের উত্তর অংশের কিছু এলাকায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। দেশের গড় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। ও সর্বোচ্চ তাপমাত্রার মান স্বাভাবিক বা স্বাভাবিকের তুলনায় সামান্য কম থাকতে পারে।
এই সপ্তাহ জুড়ে দেশের বিস্তীর্ণ এলাকা কুয়াশা বেল্টে আবৃত হতে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রভাবিত অঞ্চল গুলো হল রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা বরিশাল ও সিলেট বিভাগ। খুলনা ও চট্টগ্রাম বিভাগে কুয়াশা বেল্ট থাকলেও তা দুপুরের মধ্যে পরিষ্কার হতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় বিশেষ করে নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা করতে পারে। সুতরাং রাতের বেলা যানবাহন চলাচলে সতর্কতা অবলম্বন করুন।
পৌষ-মাঘ দুই মাস নিয়ে শীতকাল হলেও প্রকৃতির পরিবর্তনের কারণে সিলেটসহ সারাদেশে মাঘ মাসেই শীত বেশি অনুভূত হয়। বেশ কিছুদিন থেকে শীত অনুভূত হলেও জানুয়ারি মাসের শুরু থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকে ।
মঙ্গরবার সারাদিন হালকা কুয়াশা বিরাজ করে। রাতে হালকা হিমেল হাওয়া বইতে থাকায় শীত অনেক বেশি অনুভূত হয়। রাতে সিলেট শহরের তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে । বুধবার সকাল থেকেও সিলেটে নেই রোদের দেখা। বইছে হিমেল বাতাস।
সকালে দেখা যায় বেশ কুয়াশা। সকালে স্কুল কলেজের শিক্ষার্থী ও চাকুরী জীবীদের রাস্তায় দেখা গেলেও রোদ উঠা পর্যন্ত মানুষের চলাচল সীমিত থাকে।
বার্তা বিভাগ প্রধান