Bivas Das Bijoy :কথায় আছে পরিবেশ যা দিতে পারে,পাঠ্য পুস্তক তা দিতে পারে না।
আমার পরিবেশ যা দিয়েছে, এক নজরে জেনে নিন ,দলা দলি, হিংসা নিন্দা, বাঁশ দেওয়া, দেবতার সম্পদ ভোগ করা, ভাল কাজে বাধা, সব সময় কানা ঘুসা করা, তেলির মাথায় তেল দেওয়া, মতের অমিল, জেদাজেদি করে অনুষ্টান করা, পাএ পাএী পক্ষ এলে বদনাম গাওয়া, ভাল চললে খারাপ চোঁখে দেখা, যে কোনো অনুষ্টানে মানুষ কে তেল মেরে আনা, উপকার না করে অপকার করা, আর সব সময় একটা লাগিয়ে রাখা, আর কত কি লিখলে শেষ হবে না, এই হল আমার পরিবেশ,আমাকে দিয়ে ধন্য করেছে।
সেটা দেখে আমাদের পরপর্তী পজন্ম কি শিখবে???
এই যে লিখছি সেটা নিয়ে ও সমালোচনা হবে, আমি কাকে মীন করে লিখছি, ইত্যাদি ইত্যাদি।
নির্বাহী সম্পাদক