Home » সিলেটে বাসে আগুন সন্দেহর তীর কার দিকে

সিলেটে বাসে আগুন সন্দেহর তীর কার দিকে

সিলেটের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল এলাকায় একটি লোকাল বাসে আগুন দিলো দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটের দিকে কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকা মেট্রো-জ-১১০২২৮ খাজা এন্টারপ্রাইজ নামে একটি লোকাল বাস কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা মার্কেটের সামনে দাঁড়ায়। বাসটির চালজ ও হেল্পার পাশে চা নাস্তা করতে গিয়েছিলেন। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন লাগিয়ে দিয়ে দ্রুত সটকে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামসুদ্দোহা।

দক্ষিণ সুরমা থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) শামসুদ্দোহা বিষয়টি নিশ্চিত করে বলেন, কেউ আহত হন নি বা কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *