স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার সাবেক সংবাদদাতা প্রয়াত সাংবাদিক আব্দুল মজিদের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটায় প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি মোনাব্বর হোসেন মনার সভাপতিত্বে বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক আবু নাসের বাপি, ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবির জিতু, দপ্তর ও যোগাযোগ সম্পাদক সিদ্দিকুর রহমান, কার্যকরী সদস্য সাব্বির আরিফ মোস্তফা পিয়াল, সাধারণ সদস্য আব্দুর রহমান মিন্টু, গোর্কি, একেএম মঈনুল হক, আবেদুল হাফিজ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক।
বক্তারা বলেন, সাংবাদিক আব্দুল মজিদ ছিলেন নির্ভীক কলম সৈনিক। জীবদ্দশায় তিনি দেশ, সমাজ ও মানুষের জন্য সাংবাদিকতার মাধ্যমে অবদান রেখে গেছেন। তিনি ছিলেন উত্তরের সাংবাদিকতার বাতিঘর। শুধু দৈনিক বাংলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছেন। রংপুর প্রেসক্লাবে তিনি বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। তিনি স্বশরীরে না থাকলেও তাঁর কর্মকাণ্ডে তিনি আজীবন বেঁচে থাকবেন।স্মরণসভা শেষে মরহুম সাংবাদিক আব্দুল মজিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
নির্বাহী সম্পাদক