ডেস্ক নিউজ : সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলায় ( ৩ জন) নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল-এখবারিয়া।
“নিহত তিন জনই সাধারণ নাগরিক বলে তারা নিশ্চিত করেছে। ইয়েমেন থেকে ছুটে আসা একটি ক্ষেপণাস্ত্র এলাকাটিতে আঘাত হানলে এ হতাহতের ঘটনাটি ঘটেছে।”
“ক্ষেপণাস্ত্রটি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের দ্বারাই নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।”
“শনিবার রাতে ইমেনের রাজধানী সানা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী যোদ্ধা হুথিরা সৌদি আরব লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।“ ক্ষেপণাস্ত্রগুলো দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জিজানে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। সৌদি নেতৃত্বে আরব জোট হুথিদের হামলার কড়া জবাব দিয়ে প্রতিশোধ করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।’
”উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ এর অপসারণের পর থেকে দেশটিতে বহুমুখি যুদ্ধ চলছে।”
“ সালেহের সমর্থনে হুথি যোদ্ধাদের মাধ্যমে পরোক্ষভাবে যুদ্ধ করছে ইরান। অপর দিকে বর্তমান নির্বাসিত সরকার আবদে রাব্বু মানসুর হাদির সমর্থনে হুথিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত রয়েছে যুক্তরাষ্ট্র সমর্থিত্ব ৬টি আরব দেশের সম্মিলিত জোট যার নেতৃত্বে আছে সৌদি আরব।” (ইয়ন নিউজ)