সিলেটের জকিগঞ্জ উপজেলাধীন বাবুর বাজারে “জকিগঞ্জ ল্যান্ড সার্ভে অফিস” নামে ভূমি জরিপ ও সংশ্লিষ্ট আইনী পরামর্শ ও সেবার উদ্দেশ্যে একটি প্রতিষ্ঠানের উদ্বোধন হয়। ১৪ জুলাই ২০২৩ বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্টিত এ উদ্বোধনী অনুষ্ঠানে অনেকেই সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে এ মহতি উদ্দ্যোগকে সাধুবাদ জানান।
অফিসের স্বত্তাধিকারী সার্ভেয়ার আব্দুর রশিদ বলেন- “সাধারণ মানুষের সেবার্থেই আমার এ উদ্দ্যোগ। আমি ২০১৮ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত উত্তরা সার্ভে ট্রেনিং ইন্সটিটিউট ঢাকা হতে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা হতে আমিনশীপ সনদপ্রাপ্ত হয়ে ২০১৯ সাল থেকে স্থানীয় পর্যায়ে সার্ভেয়ার বা আমিন হিসেবে কাজ করছি। জমিজমা বিষয়ে গ্রাম এলাকার অধিকাংশ মানুষের ধারনা কম থাকায় এখনো অনেক মানুষ সমস্যায় জর্জরিত। বর্তমানে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল হওয়াতে প্রযুক্তি থেকে পিছিয়ে থাকা মানুষ প্রায় অসহায় হয়ে পড়েছে। মূলত এসকল মানুষের সঠিক দিক নির্দেশনা প্রদান ও ডিজিটাল পদ্ধতিতে জমিজমার সঠিক পরিমাপের মাধ্যমে জটিল ও কঠিন সমস্যাগুলো সমাধান করে মানুষের একটু হলেও উপকারে আসাটাই আমার লক্ষ্য।”
সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন- “কাঙ্ক্ষিত সেবা ও পরামর্শের জন্য আমার অফিসে আপনাদের আমন্ত্রণ রইলো। দোয়া করবেন যেন জনকল্যানে নিজেকে সর্বদা নিয়োজিত রেখে কাজ করে যেতে পারি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটগ্রামের স্বনামধন্য সার্ভেয়ার সিরাজুল ইসলাম, সার্ভেয়ার রুহুল আমিন ফাহিম, আনসার কমান্ডার শাহাবুদ্দিন সাবু, আনসার সদস্য আব্দুর রুফ, জকিগঞ্জ মিডিয়া সেন্টারের পরিচালক আহসান হাবিব লায়েক, পাঠানচক পূর্ব মসজিদের ইমাম হিফজুর রহমান, সাতঘরী জামে মসজিদের ইমাম ও খতিব রায়হান আহমদ, ফারুক আহমদ, আব্দুর রহিম, আব্দুছ ছোবহান, আব্দুল মতিন, ইসলাম উদ্দিন, আব্দুল গনি, মস্তু মিয়া, আব্দুছ ছাত্তার, মিলাদ আহমদ, সালমান আহমদ, খালেদ আহমদ, ইমদাদুল হক, সাজেদুল ইসলাম শাওন প্রমুখ।
পরিশেষে জনাব হিফজুর রহমান ও রায়হান আহমদের পরিচালনায় মিলাদ শরিফ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
নির্বাহী সম্পাদক