রংপুরে পল্লীবন্ধু এইচএম এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ
স্টাফ রিপোর্টার ॥
আগামী ১৪ই জুলাই-২০২৩ইং রোজ শুক্রবার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, পল্লীবন্ধু এইচএম এরশাদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি।
কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ১৪ই জুলাই ২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ৬টায় জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ জেলা কার্যালয়সহ স্বস্ব উপজেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ, কোরআন খতম, নগরীর গুরুত্ব স্থান সমূহে কোরআন খতম ও মাইক যোগে প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের জীবনী ও ভাষণ প্রচার, সকাল ১১টায় নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রয়াত রাষ্ট্রপতির সমাধি অঙ্গনের কবর জিয়ারত, দোয়া মোনাজাত এবং আলোচনা। এছাড়াও বাদ জুম্মা স্বস্ব মসজিদ সমুহে দোয়া ও মোনাজাত।
এ উপলক্ষে জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটির আয়োজনে গতকাল বুধবার বাদ এশা জাতীয় পার্টির সেন্ট্রাল রোডস্থ জেলা কার্যালয়ে এক প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সভাপতি, রংপুর জেলার আহবায়ক ও রসিক মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও রংপুর মহানগর সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন, জাহেদুল ইসলাম ও জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টি রংপুর জেলা ও মহানগর কমিটি এবং তার অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
নির্বাহী সম্পাদক