Home » সিলেট মহানগর পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতা সম্পন্ন

সিলেট মহানগর পর্যায়ে গীতা পাঠ প্রতিযোগিতা সম্পন্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ঘোষিত জাতীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবতগীতা প্রতিযোগিতা ২০২৩-এর অংশ হিসেবে সিলেট মহানগর পর্যায়ে শ্রীমদ্ভাগবতগীতা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩০ জুন) মনিপুরী রাজবাড়ী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মন্দির ও আশ্রমে অনুষ্ঠিত হয়।
 

সকাল সাড়ে ১০টায় বৈরী আবহাওয়া সত্ত্বেও সিলেট মহানগরীর ছয়টি থানাকে নিয়ে প্রতিযোগীরা প্রতিযোগিতায়  অংশ নেন। দুইটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে সপ্তম শ্রেণী ক বিভাগে শ্রীমদভগবদগীতা’র ৩য় ও ৪র্থ অধ্যায়, অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি ৫ম ও ৬ষ্ঠ অধ্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বিপুল সংখ্যাক প্রতিযোগী অংশ নেন।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি রজত কান্তি গুপ্তের সভাপতিত্বে  ও সাধারণ সম্পাদক চন্দন দাশের পরিচালনা প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় কুন্ডু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক কৃপেশ পাল, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন,সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ,লোকনাথ ভক্তবৃন্দ পরিষদের সভাপতি দিবাকর ধর রাম, পূজা পরিষদ নেতা নির্মল সিনহা, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, জিডি রুমু, মনোজ কান্তি দত্ত মুন্না, হারাধন দেব প্রভাস, এডভোকেট সুদীপ বৈদ্য, সুষেণ দে, এয়ারপোর্টে থানা কমিটির সভাপতি নান্টু রঞ্জন সিংহ, দক্ষিণ সুরমা থানা কমিটির সভাপতি দীপংকর দাস, সাধারণ সম্পাদক নিখিল মালাকার, শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক শংকর চক্রবর্তী শংকু, যীষু কৃষ্ণ দেব জনি, কোতোয়ালি থানা কমিটির সাধারণ সম্পাদক উত্তম ঘোষ, যুব ঐক্য পরিষদ জেলা সভাপতি ধনঞ্জয় দাস ধনু, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা রকি দেব এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট জয়শ্রী দাস জয়া,নির্মলেন্দু দেব লিমন, জগৎজ্যোতি দাশ টুটুল, সুমন চক্রবর্তী, চন্দ্র শেখর দে চপল,অখিল সরকার,প্রহল্লাদ দেবনাথ, খোকন পাল  প্রমুখ।
প্রতিযোগিতা পরিচালনা করেন মহানগর পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতার আহবায়ক এডভোকেট অরবিন্দ দাশ গুপ্ত বিভু ও সদস্য সচিব অরুণ বিশ্বাস।
দুইটি বিভাগে শতাধিক প্রতিযোগী অংশ নেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে অভিজ্ঞানপত্র প্রদান করা হয়।বিজয়ী প্রতিযোগীরা বিভাগীয় পর্যায়ে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ প্রতিযোগিতায় অংশ নিবে।চুড়ান্ত প্রতিযোগিতা কেন্দ্রীয় ভাবে ঢাকায় অনুষ্ঠিত হবে

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *