Home » এমপি হাবিবের বক্তব্যের নিন্দা জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

এমপি হাবিবের বক্তব্যের নিন্দা জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ

সংসদে বিদ্যুতের দাম বৃদ্ধির বিষয়ে এমপি হাবিবের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটি সিলেটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার এক সংবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, ‘গত ৭ জুন বুধবার জাতীয় সংসদে সম্পূরক বাজেট অধিবেশনে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নির্বাচিত হাবিবুর রহমান হাবিব ইউরোপের মত বিদ্যুতের দামের সমর্থনে বাংলাদেশে বিদ্যুতের মূল্য বৃদ্ধির বক্তব্যের প্রস্তাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ তারা বলেন, “বৈশ্বিক মন্দা, নানা দুর্যোগ, শীর্ষ দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের কারণে দেশের অবস্থা ভাল নয়। বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা উদ্ধার, বিদ্যুতের সিস্টেমলস, অপচয় ও অনিয়মের প্রতিবাদে দেশের গণমাধ্যম, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম ও গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ আন্দোলন করে যাচ্ছেন। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রক্রিয়া বাতিলের দাবীতে রাজপথে যখন জনগণ স্বোচ্চার, ঠিক তখনই এমপি হাবিব এর বক্তব্য দেশের অসংগঠিত নির্দোষ, সরল প্রাণ, বিদ্যুৎ গ্রাহকদের মাঝে তীব্র প্রতিক্রিয়া বিরাজ করছে। বিদ্যুতের দুর্নীতি ও অনিয়মের বিষয়ে কথা না বলে তিনি যে যুক্তি দেখিয়েছেন তা খুবই হাস্যকর। ইউরোপ, আমেরিকা, জার্মানের মত বাংলাদেশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত থাকলে, অনেক অসৎ, ঋণখেলাপীরা আইন প্রণেতা হতে পারতো না। মূল্যস্ফীতি, বাজার সিন্ডিকেটের ফলে জনগণের অবস্থা চিড়েচ্যাপটা। স্বয়ং প্রধানমন্ত্রী এ বিষয়ে আফসোস করেছেন। বিদ্যুত মন্ত্রণালয়ের ব্যর্থতা ও ভয়াবহ লোডেশিং এর কবলে ভোটের নগরী ছাড়া জনগণের অবস্থা হাসফাস। কৃষি, সেচ, কলকারখানা ও জীবন জীবিকার উপর এর প্রভাব পড়ছে। অবিলম্বে ক্ষমা চেয়ে তার এই বক্তব্য প্রত্যাহার চায় কোটি কোটি বিদ্যুতের সম্মানিত গ্রাহকগণ।”

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *