ন্টাফ রিপোর্টার: রংপুর নগরীর ২৩নং ওয়ার্ডের নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডের ১৪টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাগেছে, ওই কলোনির একটি রান্না ঘরে হঠাৎ আগুন দেখতে পায় এলাকাবাসী। তাৎক্ষনিক ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে দ্রুত ছুটে আসেন এবং প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষনে অত্র কলোনীর ১৪টি ঘর পুড়ে যায়। রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ বাদশা মাসুদ আলম বলেন, নিউ জুম্মাপায়া এলাকায় অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ছুটে আসি। আমাদের ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকান্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান এখনও সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এদিকে রাতে নিউ জুম্মাপাড়ার সুইপার কলোনিতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শণ করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা। এ সময় তার সাথে ছিলেন জাতীয় পার্টি রংপুর জেলার সদস্য সচিব হাজ্বী আব্দুর রাজ্জাক, যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ লিটন পারভেজ ও সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ হাসনা বানুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নির্বাহী সম্পাদক