Home » দুদকের মামলায় জকিগঞ্জে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কারাগারে

দুদকের মামলায় জকিগঞ্জে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কারাগারে

দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দেয়া চার্জসীটে অভিযুক্ত জকিগঞ্জের আটগ্রাম (কালিগঞ্জ) ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো: মঞ্জুর আহমেদ আতহারকে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত। উসমানীনগর থানার দায়ের করা ২০১৯ সালের মামলা নং ১৬ এ তিনি এজহারভুক্ত এবং দুদকের দেয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত হওয়ায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

মামলাটি দীর্ঘদিন তদন্তপূর্বক দুর্নীতি দমন কমিশন দুদক চার্জশীট দাখিল করলে বিজ্ঞ আদালত গতকাল বুধবার উক্ত চার্জসীট আমলে নিয়ে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ঐ মামলায় মঞ্জুর আতহার ছাড়াও অন্য আরো দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে।

উল্লেখ্য- আটগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের বর্তমান উপ-সহকারী কর্মকর্তা (তহসিলদার) মঞ্জুর আহমেদ আতহারের বিরুদ্ধে বর্তমান কর্মস্থলেও অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগ রয়েছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *