১৮ রামাদ্বান সোমবার উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গ, রঈসুল কোররা ওয়াল মুফাসসিরীন, উস্তাযুল মুহাদ্দিসীন, শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর বহুবিদ সামাজিক খেদমতে নিবেদিত চ্যারিটি সংস্থা ‘লতিফি হ্যান্ডস’ এর ব্যবস্থাপনায় জকিগঞ্জের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে আল্লামা ফুলতলী (রহ) -এর পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লতিফি হ্যান্ডস-এর জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী,আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদ হাসান চৌধুরী, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদ্বওয়ান আহমদ চৌধুরী, লতিফিয়া এতিমখানার ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদ্বা।
বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় সভাপতি, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর সুযোগ্য ছাহেবজাদা মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দীন চৌধুরী, সিলেট জেলা পরিষদের সদস্য ইফজাল আহমদ চৌধুরী, জকিগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, জকিগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মাকসুদুর রহমান, জকিগঞ্জ-বিয়ানীবাজার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন, জকিগঞ্জের সাব-রেজিস্টার মোহাম্মদ আব্দুস সালাম, জকিগঞ্জ থানার ওসি(তদন্ত) উজায়ের আল-মাহমুদ আদনান, জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ খালেদ আহমদ, জহুরচান বিবি মহিলা কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল্লাহ আল-মামুন, জকিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসিম আহমদ তাপাদার, জকিগঞ্জ এক্সেলেন্স একাডেমীর চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, জকিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম, ২নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন রিপন, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন পুতুল, জকিগঞ্জ পৌর আল-ইসলাহ’র সভাপতি মাওলানা কাজী হিফজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা সেলিম আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিও আব্দুল ফাত্তাহ, জকিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রহমত আলী হেলালী, কোষাধ্যক্ষ এনামুল হক মুন্না, দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা জুবায়ের আহমদ, জকিগঞ্জ টিভির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুকিত, ডিরেক্টর জামাল আহমদ, দৈনিক গণজাগরণের জকিগঞ্জ প্রতিনিধি আহসান হাবীব লায়েক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবর হোসেন চৌধুরী, সমাজসেবী কাশেম খান প্রমুখ।
উক্ত মাহফিলে আলোচনাকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী জানান, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ) এর বহুবিদ সামাজিক খেদমত এই সংস্থার মাধ্যমে ও আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী বড়ছাহেব কিবলাহ ফুলতলীর তত্বাবধানে পরিচালিত হচ্ছে। এসময় তিনি মানবতার সেবায় আল্লামা ফুলতলী (রহ)-এর পরিবারের নানাবিদ সামাজিক খেদমতের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। পরিশেষে দেশ ও জাতির কল্যান কামনা করে মোনাজাত করেন মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
প্রতিনিধি