পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। গতকাল সোমবার চট্টগ্রাম মহানগরে একটি পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, আরাভ খান ওরফে রবিউলের সঙ্গে পুলিশের সাবেক ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই হত্যা মামলার আরেক আসামি ও আরাভ ওরফে রবিউলের সাবেক স্ত্রী সুরাইয়া আক্তার কেয়া বর্তমানে দ্বিতীয় স্বামীর সঙ্গে মালয়েশিয়ায় রয়েছেন। সুরাইয়ার পরিবার সূত্র বলেছে, রবিউল শ্বশুরবাড়িতে নিজেকে আপন জুয়েলার্সের মালিকের ছেলে আপন হিসেবে পরিচয় দিয়েছিলেন।
মামুন হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি রবিউল বর্তমানে আরাভ খান নামে ভারতীয় পাসপোর্ট নিয়ে দুবাইয়ে অবস্থান করছেন। ১৫ মার্চ সেখানে ‘আরাভ জুয়েলার্স’ নামের নিজের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানসহ তারকাদের নিয়ে গিয়ে তিনি আলোচনায় আসেন। তাঁর পৈতৃক বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামে তিনি সোহাগ মোল্লা নামে পরিচিত।
গতকাল দুপুরে চট্টগ্রাম নগরের এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি ভবন উদ্বোধন করেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল গ্রহণ করেছে। বাকি কাজ তারা করবে।’ তবে নোটিশ আরাভ খানের নামে হবে না জানিয়ে তিনি বলেন, পুলিশ কর্মকর্তা মামুন হত্যা মামলায় এই আসামির যে নাম আছে, সেই নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে চিঠি দেওয়া হয়।
পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আরাভ ওরফে রবিউলের সম্পর্ক থাকার অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘বিষয়টি আমাদের নলেজে এসেছে। আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা সেটি আপনাদের জানাব।’
বর্তমানে বাংলাদেশের ৬৬ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি রয়েছে। আরাভ ওরফে রবিউলকে নিয়ে এ সংখ্যা হবে ৬৭।
ফাঁড়ি ভবন উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা।
প্রতিনিধি